Header Ads

মুম্বাই ইন্ডিয়ান্স: হাটে হাঁড়ি ভাঙলেন হরভজন সিং

 





গুজরাট টাইটান্স ছেড়ে পুরোনো দল মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন হার্দিক পান্ডিয়া। দলটির অধিনায়কত্বও পেয়েছেন তিনি। কিন্তু তার নেতৃত্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের শুরুটা ভালো করতে পারেনি মুম্বাই। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে দলপতি করাটাকে অনেকে ভালো চোখে দেখছেন না। এর মধ্যে বোমা ফাটালেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।



এবারের আসরে প্রথম তিন ম্যাচের সবকটিতেই হেরেছে মুম্বাই। সবশেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ছয় উইকেটে হেরেছে তারা। ওই ম্যাচে স্টার স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দেন হরভজন। ম্যাচ শেষে তিনি দেখেন মুম্বাইয়ের ড্রেসিংরুমে একা বসে আছেন হার্দিক। যা ভালোভাবে নেননি হরভজন।



এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুম্বাইর সাবেক স্পিনার। তিনি দাবি করলেন, মুম্বাইয়ে হার্দিককে অধিনায়ক হিসেবে মানেন না কোনো ক্রিকেটার। হরভজন বলেন, ‘হার্দিক একা বসে আছে, এটা মোটেও ভালো লাগছে না। আমার মনে হচ্ছে, দলের কেউ ওকে অধিনায়ক হিসেবে মানছে না। সবার উচিত ওকে অধিনায়ক হিসেবে মেনে নেওয়া, একসঙ্গে থাকা। আমি এই দলের হয়ে খেলেছি, এমন দৃশ্য দেখতে খারাপ লাগছে।’



এমনকি হার্দিক স্বাধীনভাবে দল পরিচালনা করতে পারছেন না বলেও মন্তব্য করেন হরভজন, ‘আমি জানি না কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে এটি করছে কিনা। কিন্তু দলে এমন অনেক ক্রিকেটার আছেন যারা হার্দিককে চাপে রাখছেন। সাজঘরে এত বড় বড় নাম রয়েছে যে হার্দিক স্বাধীন ভাবে দল চালাতে পারছে না।’


No comments

Powered by Blogger.