কিম জং উন কি আসলেই যুদ্ধের কথা ভাবছেন?
গত সপ্তাহে রবার্ট এল কার্লিন ও সিগফ্রিড এস হেকার নামে দুইজন প্রখ্যাত বিশ্লেষক একটি বোমা ফাটিয়েছেন। তা হলো, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নাকি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। তাদের দাবি, দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার পুনর্মিলন ও দুই কোরিয়াকে একত্রিত করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কিম; তার বদলে তিনি উত্তর ও দক্ষিণ কোরিয়াকে দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে মুখোমুখি দাঁড় করিয়েছেন।
সাবেক সিআইএ বিশ্লেষক রবার্ট এল কার্লিন এবং পরমাণু বিজ্ঞানী সিগফ্রিড এস হেকার- এই দুই বিশ্লেষক বেশ কয়েকবার উত্তর কোরিয়ায় গেছেন এবং এ নিয়ে গবেষণা করেছেন।
এই নিবন্ধ প্রকাশ হওয়ার পর ওয়াশিংটন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিপদের ঘণ্টা বেজে উঠেছে। উত্তর কোরিয়ার সর্বত্র বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে।
এ বিষয়ে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার প্রায় সাতজন বিশ্লেষকের সঙ্গে কথা বলেছে বিবিসি। বেশিরভাগ বিশ্লেষকই যুদ্ধের এই থিওরির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। কেউ এই ধারণার সঙ্গে একমত হননি।
No comments