Header Ads

মেয়ের মুখ দেখালেন রণবীর-আলিয়া

 


অবশেষে মেয়ে রাহাকে নিয়ে প্রকাশ্যে এলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। দীর্ঘ অপেক্ষার পর এই প্রথম ‘স্টারকিড’ রাহাকে দেখতে পেলেন ভক্তরা।


শুরু থেকেই মেয়ের মুখ দেখানোতে নিষেধাজ্ঞা জারি করেছেন আলিয়া। চাননি ছোট্ট মেয়েটির মুখ ইন্টারনেটে ঘুরতে থাকুক, বা আলোচনার কারণ হোক। কিংবা পাপারাজ্জিরা পড়ে থাকুক রাহার পিছনে। তবে নিশ্চিত করেছিলেন, সঠিক সময়েই তারা রাহার চেহারা প্রকাশ্যে আনবেন। অবশেষে সেই সময় এসেছে। বড়দিনে মেয়েকে কোলে নিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিলেন রণবীর-আলিয়া।


হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার কাপুর পরিবারের বড়দিনের পার্টিতে যাওয়ার সময় রাহার চেহারা দেখিয়েছেন রণবীর আলিয়া। গোলাপি জামা ও লাল ভেলভেট শু পরা রাহাকে দেখে ভক্তরা শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন। রাহার চোখ দেখে মুগ্ধ ভক্তরা। অনেকেই বলছেন রাহাকে দেখতে তার দাদা ঋষি কাপুরের মতো দেখাচ্ছে। আবার কেউ কেউ বলছেন আলিয়ার মতো দেখতে হয়েছে রাহা।

২০২২ সালের এপ্রিল মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। কয়েক মাস পর জুনেই দেন মা হতে চলার খবর। নভেম্বরে জন্ম হয় রাহার।




No comments

Powered by Blogger.