Header Ads

হকিতে লজ্জার হারে শেষ হলো বাংলাদেশের

 

হকিতে লজ্জার হারে শেষ হলো বাংলাদেশের,











এশিয়া কাপ হকিতে পাকিস্তানকে হারাতে পারলে পঞ্চম হয়ে টুর্নামেন্ট শেষ করতে পারতো বাংলাদেশ। কিন্তু সেই আশা আর পূরণ করতে পারলেন না জেমিরা। পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হার নিয়েই শেষ হলো এশিয়া কাপ হকির মিশন। 





আজ বুধবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৮-০ গোলে হেরেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জেবিকে ফিল্ডে বড় হারে ষষ্ঠ হয়েই টুর্নামেন্ট শেষ করল লাল-সবুজের দল।

মান বাঁচানোর ম্যাচে একটুও লড়াই জমাতে পারেনি বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানকে লিড এনে দেন রেজওয়ান আলি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন মোবাশ্বের আলি।

এরপর তৃতীয় কোয়ার্টারে শুরুতে একটি এবং পরে আরও দুটি গোল খায় বাংলাদেশ। এরপর আর ম্যাচে ফিরতে পারেননি জিমিরা। এমনকি গোলের খাতাও খুলতে পারেনি বাংলাদেশ। ফলে বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজ দলকে।


No comments

Powered by Blogger.