বাবার আইকনিক পোজে শাহরুখপুত্র আবরাম, ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক দিবস ছিল শুক্রবার (১৫ ডিসেম্বর)। সেখানে জড় হন বলিউডের জনপ্রিয় সব তারকারা। সেই স্কুলের শিক্ষার্থী একাধিক স্টারকিড। শাহরুখপুত্র আবরাম সেখানে বাবার মতো আইকনিক পোজে হাজির হন। আর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক দিবসে একটি জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন, শাহরুখ খান, স্ত্রী গৌরী, মেয়ে সুহানা এবং শাশুড়ি সবিতা চিব্বর। বলিউড বাদশার ছোট ছেলে আবরাম মঞ্চে পারফর্ম করেন এবং পারফর্মের ভিডিও ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে আবরামকে তার বাবা শাহরুখ খানের আইকনিক পোজ দিতে দেখা যায়। ছোট্ট আবরামকে তার অভিনয়ের সময় বলতে শোনা যায়, ‘আমাকে আলিঙ্গন কর, আমি আলিঙ্গন পছন্দ করি’।
মঞ্চে অংশগ্রহণের পর, শাহরুখ খানকে স্ত্রী গৌরী এবং ছেলে আবরামের সঙ্গে ছবি তুলতে দেখা যায়।
আরও পড়ুন: হঠাৎ মেয়েকে নিয়ে মন্দিরে শাহরুখ!
শাহরুখ খান ১৯৯১ সালে গৌরী খানকে বিয়ে করেন। তারকা দম্পতির ২৬ বছর বয়সী ছেলে আরিয়ান (তাদের বড় সন্তান) এই বছর একটি লাইফস্টাইল বিলাসবহুল যৌথ স্ট্রিটওয়্যার ব্র্যান্ড চালু করেছেন। একমাত্র মেয়ে সুহানা সম্প্রতি জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ -এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন। ছোট ছেলে আবরাম মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ালেখা করছেন।
No comments