Header Ads

সুহানার কাণ্ডে হতবাক কেবিসির মঞ্চ, কটাক্ষ অমিতাভের! ভিডিও ভাইরাল!




সুহানার কাণ্ডে হতবাক কেবিসির মঞ্চ, কটাক্ষ অমিতাভের! ভিডিও ভাইরাল!




নিজের প্রথম সিনেমা ‘দ্য আর্চিস’ মুক্তির পর‘কউন বানেগা ক্রোড়পতি’(কেবিসি) মঞ্চে হাজির হন শাহরুখ কন্যা সুহানা খান। আর সেখানেই উপস্থাপক অমিতাভ বচ্চনের সামনে সুহানা এমন কাণ্ড করে বসেন যা দেখে কেবিসির উপস্থিত দর্শক হতবাক হন। এরপরই সুহানাকে কটাক্ষ করেন বলিউড মেগাস্টার অমিতাভ।



ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, কেবিসির মঞ্চে সুহানাকে সহজ একটি প্রশ্ন করেছিলেন অমিতাভ। প্রশ্নটি ছিল সুহানার বাবা বলিউড মেগাস্টার শাহরুখ খানকে নিয়েই।



 
নিজের বাবা সম্পর্কে সহজ সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি সুহানা। আর এতেই হতবাক শুধু কেবিসির দর্শক আর অমিতাভই নন, নেটিজেনরাও।
 
কী ছিল সেই প্রশ্ন? সুহানাকে অমিতাভ জিজ্ঞাস করেন, কোন সম্মান এখনও শাহরুখ খান পাননি?' ৪টি অপশন হিসেবে অমিতাভ সুহানাকে বলেন পদ্মশ্রী, লিজিয়ন অব অনার, এলিয়ট ডি, নাকি ভলপি কাপ?


 জবাবে সুহানা এতটুকু দেরি না করেই বলেন, 'পদ্মশ্রী'। সুহানার এমন উত্তরে স্তম্ভিত হয়ে পড়ে পুরো কেবিসির মঞ্চ! বাবা শাহরুখ সম্পর্কে না জানায় অমিতাভ বলেন, ‘মেয়েই জানে না যে বাবা কী কী সম্মান পেয়েছেন! এত সহজ একটা প্রশ্ন করলাম, সেটাও পারলে না?’
 
অমিতাভ মজার ছলে বললেও শাহরুখ ভক্তরা আশাহত হয়েছেন সুহানার এমন ভুল উত্তরে।

 
 প্রসঙ্গত, ২০০৫ সালে পদ্মশ্রী পদক পান শাহরুখ খান। অমিতাভের করা প্রশ্নের সঠিক উত্তর ছিল ভলপি কাপ। বাকি অপশনগুলোর সব কটিই অর্জন করেছেন বলিউড বাদশাহ।

No comments

Powered by Blogger.