Header Ads

‘এক চোখ নিয়ে’ বিশ্বকাপ খেলেছিলেন সাকিব

 


চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ চূড়ান্ত ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসানও। আসর শুরুর আগে থেকেই তামিম ইকবাল ইস্যুতে বিতর্কিত ছিলেন সাকিব। মাঠের ক্রিকেটে পারেননি সেসবের জবাব দিতে। চোটের কারণে খেলতে পারেননি দুই ম্যাচ। সমালোচিত হয়েছিলেন বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরেও। সবমিলিয়ে ভুলে যাওয়ার মতো একটি বিশ্বকাপ কেটেছে বাংলাদেশ অধিনায়কের।



ওয়ানডে বিশ্বকাপের পর কেটেছে প্রায় দেড়মাস। সাকিব মাঠের ক্রিকেটে ফেরেননি এখনও। তিনি বর্তমানে ব্যস্ত আছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি। এই ব্যস্ততার ফাঁকেই সাকিব জানালেন তার বিশ্বকাপ ব্যর্থতার কারণ।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানান, চোখের সমস্যার কারণে বিশ্বকাপে ভালো করতে পারেননি তিনি। পুরো আসর তাকে চোখের সমস্যা ভুগিয়েছে।



ক্রিকেবাজকে সাকিব বলেন, ‘এটি এক বা দুই ম্যাচে হয়নি। পুরো বিশ্বকাপজুড়ে আমি চোখের সমস্যায় ভুগেছি। বলতে গেলে আমি এক চোখ নিয়ে খেলেছি। ব্যাটিং করার সময় অনেক সমস্যা হতো আমার। চোখ দিয়ে পানি পড়ত।’

যদিও, এটিকে কোনো অজুহাত হিসেবে দাঁড় করাননি সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার আরও যোগ করেন, ‘কোনো অজুহাতের সুযোগ নেই। কারণ, বিশ্বকাপে দলের অধিনায়ক ছিলাম আমি। তবে, আসর শুরুর আগে আমার চোখের সমস্যাটা একটু কম ছিল। বিশ্বকাপের সময় সেটি বেড়ে যায়।’




No comments

Powered by Blogger.