Header Ads

বাংলাদেশ সফরের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা

 বাংলাদেশ সফরের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা



ল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষে মাঠে গড়াবে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। আর এই সিরিজ খেলতে আগামীকাল রোববার (১২ মার্চ) সকালে ঢাকায় আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল।

সবশেষ ২০০৮ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আয়ারল্যান্ড। সেসময় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হয়েছিল সফরকারী আয়ারল্যান্ডকে।

প্রায় ১৫ বছর পর ফের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড। তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও একমাত্র টেস্টকে সামনে রেখে ইতোমধ্যেই দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। অ্যান্ড্রু বালবার্নির নেতৃত্ব ঘোষিত দলে বড় পরিবর্তন তরুণ তুর্কি জশ লিটলের না থাকা।

এই বাঁহাতি ২০২২ সালে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ উইকেট শিকার করেন। টি-টোয়েন্টিতে না থাকলেও ওয়ানডে সিরিজে দলে রাখা হয়েছিল তাকে। তবে বাংলাদেশে আসার আগমুহূর্তে পিএসএল খেলতে গিয়ে ইনজুরিতে পড়ায় তাকে দলে রাখা হয়নি।

No comments

Powered by Blogger.